ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

শোক দিবসে রাজধানীতে পথশিশু ফাউন্ডেশনের খাদ্য সহায়তা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪১, ১৭ আগস্ট ২০২০ | আপডেট: ০০:৫৬, ১৭ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ ই আগষ্ট পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের সহায়তায় দুই শতাধিক মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।  

নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মামুন, নয়ন, মাসুম, মিমো, রিজভী, লিটন, আদনান, শরিফ, রাশেদ, মইন, সাজিদসহ অন্যান্যরা।

এছাড়াও ওইদিন বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চিত্ত রঞ্জন দাস ও পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। 

পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নয়ন বলেন, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসলে পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি